কাপাসগোলা ইপিআই জোনের বিশেষ টিকাপ্রদান কর্মসূচী সন্ধ্যাকালীন সেশান অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তপন কুমার চক্রবর্তীর নির্দেশনায় কাপাসগোলা ইপিআই জোনের উদ্যোগে বিশেষ টিকাদান কর্মসূচী সন্ধ্যাকালীন সেশান বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এবং ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের আওতাধীন ৮নং ওয়ার্ডে পূর্ব নাসিরাবাদ তুলাতুলি, রেললাইন কলোনি, চারুলতা বিদ্যাপীঠ, ষোলশহর, বেবিসুপার মার্কেট, পলিটেকনিকেল, তালতলা, বাবে রহমত ও আবু হুরায়রা মাদ্রাসা এতিমতখানা এলাকায় বাদ পড়া শিশু ও কিশোরীদের টিকা দান প্রদানে চকবাজার ইপিআই স্বাস্থ্য সহকারীরা সহায়তা করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী হামিদা বানু, অর্পনা চৌধুরী, মোহাম্মদ ওয়াহেদ খান, মো. শাহজাহান চৌধুরী, মিতা পাল, টেকনেশিয়ান অসীম দে, ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের ফিল্ড সুপার ভাইজার বরুণ কুমার আচার্য বলাই, ফিল্ড অর্গানাইজার রূপনা রাণী আচার্য, প্যারামেডিক পারজানা আকতার, স্বাস্থ্য সহকারী বিকাশ বৈদ্য, সমাজসেবিকা আনোয়ারা আলম প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.