কান্নাজড়িত কণ্ঠে আবু সাঈদকে স্মরণ করলেন ড. ইউনূস

 

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: দেশে ফিরেই কান্নাজড়িত কণ্ঠে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা স্মরণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে এয়ারপোর্টে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তিনি এ ঘটনার অবতারণা হয়।
ড. ইউনূস সাঈদ প্রসঙ্গে বলেন, ‘আবু সাঈদ শহীদ হওয়ার পর থেকে কোনো যুবক-যুবতী আর পিছু হটেনি। নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের ঘরে সুফল পৌঁছে দিতে হবে। নাহলে এর কোনো দাম নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো সবার পরিবর্তন।’
আন্দোলনে সফলতার জন্য তরুণদের প্রতি সব প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তরুণরা দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। নতুন বাংলাদেশ নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে চাই।’
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়।’
এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
আজ রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.