কান্দাহারে জঙ্গিবিরোধী অভিযানে ৪ আইএস সদস্যসহ নিহত-৬

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে জঙ্গিগোষ্ঠী আইএসের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকারের বাহিনী।
তালেবানের প্রাদেশিক পুলিশপ্রধান আব্দুল গাফফার মোহাম্মাদি গতকাল সোমবার (১৫ নভেম্বর) জানিয়েছেন, অভিযানে অন্তত আইএসের চার সন্ত্রাসীসহ ৬ জন নিহত হয়েছেন। এ সময় সেখান থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকায় আইএসের সম্ভাব্য আস্তানা টার্গেট করে বহু অভিযান চালানো হয়েছে।
আব্দুল গাফফার মোহাম্মাদি জানান, নিহত চার সন্ত্রাসীর মধ্যে একজন তাদের আস্তানায় বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিয়েছে।
তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, আইএসবিরোধী অভিযানের সময় ক্রসফায়ারে পড়ে দুজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
আফগানিস্তানজুড়ে আইএস সন্ত্রাসীরা একের পর এক বোমা হামলা চালানোর পর তালেবান সরকার এ অভিযান শুরু করেছে।
গতকাল সোমবার (১৫ নভেম্বর) সকালের দিকেও আইএস সন্ত্রাসীরা রাজধানী কাবুলের উপকণ্ঠে হামলা চালায়। গত সপ্তাহে কাবুলে একটি মিনিবাসে চালানো বোমা াহামলার দায়িত্ব স্বীকার করেছে এ জঙ্গি গোষ্ঠী। এছাড়া, আফগানিস্তানের হাজারা শিয়া সম্প্রদায়ের ওপর এই গোষ্ঠী বিভিন্নভাবে হামলা চালিয়ে আসছে।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতাগ্রহণের পর দায়েশ সন্ত্রাসীরা নাশকতামূলক হামলা চালিয়ে আসছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.