কাদের মোল্লাকে শহীদ লেখায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ : ওবায়দুল কাদের

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জামায়াত নেতা কাদের মোল্লাকে শহীদ লেখায় কারণে দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হবে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার সর্বাত্মক ব্যবস্থা নেয়া হচ্ছে।

যেসব যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে তাদের এখনো শহীদ নামে সম্বোধন করা হচ্ছে। রাষ্ট্র এ ব্যাপারে উদ্যোগ নেবে কিনা? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা আমাদের নজরে আছে। বিষয়টা আমরা দেখছি। সময়মতো এসব বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

যে জাতীয় দৈনিকে কাদের মোল্লাকে শহীদ হিসেবে আখ্যা দেয়া হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিৎ।

এসময় ওবায়দুল কাদের আরও জানান, যেসব খুনি বিদেশে পালিয়ে আছে তাদের ফিরিয়ে আনার ব্যাপারেও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.