কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে কত টাকা?

বিটিসি স্পোর্টস ডেস্ক: দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠছে আর মাত্র ৮ দিন পর। প্রায় এক মাস জুড়ে মাঠে গড়াতে যাওয়া কাতার ফুটবল বিশ্বকাপে রোমাঞ্চের বাইরে আকাশছোঁয়া পুরস্কারও থাকছে।
ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে মোট প্রাইজমানির পরিমাণ ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৩৮৭ কোটি টাকা। যেখানে চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি পাবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার বা ৪১৯ কোটি টাকা।
প্রাইজমানির হিসেবে এটি আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। এবার সবচেয়ে বেশি অর্থ খরচ করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
রানার্সআপ দল পাবে ৩০ মিলিয়ন ডলার বা ৩০০ কোটি টাকা। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচজয়ী দলটি পাবে ২৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৭০ কোটি টাকা। আর চতুর্থ দলের পকেটে যাবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকা।
এদিকে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া প্রতিটি দল পাবে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৭০ কোটি। আর রাউন্ড অব সিক্সটিন বা শেষ ষোলোতে বিদায় নেওয়া প্রতিটি দলের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩০ কোটি। এছাড়া গ্রুপ পর্ব পেরোতে না পারা প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৯০ কোটি টাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.