কাতার ওপেনের কোয়ার্টার থেকেই আলকারাজের বিদায়

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্পেনের তারকা টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে বড় ধাক্কা খেলেন। এবার বেনামি এক খেলোয়াড়ের কাছে হেরে গেলেন তিনি।
বৃহস্পতিবার তিন সেটের লড়াইয়ে হেরে গেলেন আলকারাজ জিরি লেহেকার বিপক্ষে ৬-৩, ৩-৬, ৬-৪ সেরে হারে। বিশ্বের ২৫তম টেনিস তারকা দ্বিতীয় সেটে হেরে গেছিলেন, কিন্তু এরপর তৃতীয় সেটে দুর্দান্ত কামব্যাক রচনা করে তিনি ফিরে আসেন এবং জিতে নেন ম্যাচ। শেষ সেটে পরপর চারটি গেমেই পয়েন্ট তুলে নেন লেহেকা।
আর সেই সুবাদেই প্রতিযোগিতা থেকে ছিটকে যান আলকারাজ।
ম্যাচ শেষে আলকারাজ বলছেন, ‘আমি জানিনা কোথাও আমার খামতি থেকে গেছিল কিনা। তবে ওকে আমি কৃতিত্ব দিতে চাইব, যখন আমি তৃতীয় সেটে এগিয়ে ছিলাম, তখনও ও হাল ছেড়ে দেয়নি। ও খুব ভালো ভাবেই খেলায় ফিরে এসেছে। আগ্রাসী খেলা খেলেছে, আর তেমন কোনও ভুলই করেনি, যার ফলে আমিও সেরকম সুযোগ পাইনি।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.