কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার

(কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাতারের অর্থমন্ত্রী আলী শরিফ আল-ইমাদীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতারি অর্থমন্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার এবং পাবলিক সেক্টর সম্পর্কিত অপরাধের অভিযোগ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
কিউএনএ জানিয়েছে, অভিযোগের কাগজপত্র ও তথ্যাদি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।
তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে, বিবৃতিতে উল্লেখ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.