কাঠমান্ডুতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১১, আহত ১০৭

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে অতিরিক্ত যাত্রীবাহী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাঁদে পড়ে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০৭ জন। দেশটির সরকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানায়, ভারতের এনডিটিভি।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন চেমজং।

কাঠমান্ডুর অধিকাংশ সড়কই পাহাড়বেষ্টিত এবং রাস্তাগুলোরও বেহাল দশা। ফলে এই এলাকাটি দুর্ঘটনা প্রবণ হিসেবে পরিচিত। তাছাড়া উৎসব উপলক্ষে সড়ক গুলোতে যাত্রীবাহী বাসের চাপ বেড়ে যায় ও গণপরিবহন গুলোতে অতিরিক্ত যাত্রী নেয়ার হিড়িক পড়ে। ফলে দেশটিতে প্রতি বছর এরকম দুর্ঘটনা ঘটে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.