কাজের অংশ হিসেবে রাষ্ট্রদূত পরিবর্তন : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি:  লেবানন ও ইরাকে কোনো অভিযোগের ভিত্তিতে নয়, নিয়মিত কাজের অংশ হিসেবে রাষ্ট্রদূত পরিবর্তন করা হচ্ছে এবং আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত পরিবর্তন করার আভাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, জানুয়ারিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই রুটিন অনযায়ী রাট্রদূত পরিবর্তন করা হচ্ছে।

এ সময়  পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সরকারের একটি আইন আছে যে, তিন বছর এক জায়গায় থাকলে তাকে পরিবর্তন করা হয়। যে দুইজনের কথা বলছেন তাদের তিন বছর হয়ে গেছে।

আমি আসার পরে কোনো বড় ধরনের পরিবর্তন হয়নি। আগামীতে কিছু পরিবর্তন হবে। কারণ অনেকের অনেক বছর হয়ে গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.