রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বাসের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৬) নামের এক অটোচালক নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেইলি ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামিরুল শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোচালক জামিরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসের বিচার ও নিরাপত্তার দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীসাধারণ চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) কঙ্কন পাল এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হন। উত্তেজিত জনতা সড়ক নিরাপত্তা নিয়ে পাঁচ দফা দাবি পেশ করলে প্রশাসন তা পূরণের আশ্বাস দেয়। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিটিসি নিউজকে জানান, ঘাতক বাসসহ চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #















