কাঁদলেন জো বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় চলছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। দেশটির স্থানীয় সময় সোমবার (১৯ আগস্ট) সেখানে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সেইসময় মঞ্চে বাইডেনকে কাঁদতে দেখা গেছে।
এদিন বাইডেন যখন মঞ্চ উঠেন তখন তার চোখ বেয়ে পানি ঝরছিল। মঞ্চে উঠার সঙ্গে সঙ্গেই জনতা ‘ধন্যবাদ জো’ বলে স্লোগান দিতে থাকে। পাশাপাশি কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে থেকে বাইডেনকে করতালির মাধ্যমে অভিবাদন জানায়।
বাইডেন ভাষণে বলেছেন, আপনারা কী কমলা হ্যারিস ও টিম ওয়ালসকে নির্বাচিত করতে প্রস্তুত। এতে উচ্ছসিত জনতা হ্যাঁ সূচক সম্মতি দেন। এ ছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গা প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।
বাইডেন বলেছেন, মার্কিন রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই।
চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে বাইডেনের বক্তব্যের পরে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি। এদিন সমবেত জনতার উদ্দেশে কমলা বলেন, ‘আমরা যুদ্ধ করি, আমরা জিতে যাই।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.