কাঁচা পাট রপ্তানী বহাল এবং শুল্ক আরোপ না করার দাবী

বিশষে প্রতিনিধি: কাঁচা পাট রপ্তানী বহাল এবং শুল্ক আরোপ না করার দাবী জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এবং শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠন দুটি সংবাদ সম্মেলন করে।
বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী অভিযোগ করেন, একটি মহল কাঁচা পাট রপ্তানিতে প্রতি মণে ৮০০ টাকার উপরে রপ্তানী শুল্ক আরোপের প্রস্তাব করেছে। শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলে, বিদেশী বাজার হারানোর শঙ্কা করছেন পাট ব্যবসায়ীরা।
তারা বলছেন, সরকারী পাটকল বন্ধের কারণে দেশের বাজারে কাঁচা পাটের চাহিদা কমছে। এমন অবস্থায় শুল্কারোপ কিংবা কাঁচা পাট রপ্তানী বন্ধ হলে, কৃষক দাম পাবে না। ফলে চাষ কমবে। যার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে পাট চাষ, প্রক্রিয়াকরণ ও শিল্পোৎপাদনে জড়িত শ্রমিকদের উপর।
এমন অবস্থায়, শুল্কারোপ না করে, পাট রপ্তানীতে প্রণোদনা ও ভর্তুকির দাবী জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এবং শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন  বিজেএ”র সিনিয়র ভাইস চেযারম্যান আরজু রহমান ভুইয়া, চেয়ারম্যান, এসসিবি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.