কসবা স্কলারস ইন্সটিটিউট এর উদ্যোগে পিঠা উৎসব

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কলারস ইন্সটিটিউট এর উদ্যোগে স্থানীয় কোয়ালিটি স্কুল প্রাঙ্গনে শনিবার (২০ জানুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন করেন কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুপ পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন, উপজেলা মৎস কর্মকর্তা মেহেদি হাসান, বেসরকারি সংস্থা ওডিপি’র চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চু, কসবা কোয়ালিটি স্কুল এর অধ্যক্ষ মো. আল আমিন, পরিচালক মো. সাইদুর রহমান, স্কলারস ইন্সটিটিউট এর পরিচালক মো. সালাউদ্দিন ও গোলাম কিবরিয়া মুন্না।
পিঠা উৎসবে কসবা স্কলারস ইন্সটিটিউট এর শিক্ষাথীরা অংশগ্রহণ করেন। তারা বাংলার নানা ঐতিহ্যবাহী পিঠা-পুলি বানিয়ে আনেন। অতিথিরা স্টল ঘুরে দেখেন ও বিভিন্ন পিঠার স্বাদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা স্কলারস এর উদ্যোগকে সাধুবাদ জানান। বিশেষ করে যে সকল শিক্ষাথীর অত্যন্ত পরিশ্রম করে এ উৎসবে অংশগ্রহণ করেছে তাদেরকেও ধন্যবাদ জানান।
তারা বলেন, পিঠা-পুলির এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আজকের এই পিঠা উৎসব এর মাধ্যমে নতুন প্রজন্ম বিভিন্ন পিঠার নাম ও স্বাধ গ্রহণ করতে পারবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.