বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার কুইয়াপানিয়া এলাকা থেকে এই বিপুল শাড়ির চালানটি আটক করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাবে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এই অবৈধ শাড়ির চালান জব্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

















