কসবা ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি অক্সিমিটার উপহার

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: করোনা রোগীর অক্সিজেনের লেভেল পরিমান নির্ণয় করতে ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার দুপুরে ১৫টি অক্সিমিটার উপহার দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক চিকিৎসক মো. শাহআলম এর ব্যক্তিগত অর্থায়নে এ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরুপ পালের কাছে ১০টি অক্সিমিটার হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. অনিক ইসলাম, সাংবাদিক মো. সোহরাব হোসেন, আশীষ সাহা, ব্যবসায়ী মো. শাহনেওয়াজ ভূইয়া, মো. ফারুক মিয়া প্রমুখ।
এর আগে আজ মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমানের কাছে ৫টি অক্সিমিটার হস্তান্তর করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.