কসবা এসিল্যান্ড হাসিবা খান যোগদান করেই করোনা সচেতনায় প্রচারনায় নেমে পড়েছেন

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নতুন যোগদান করেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনাভাইরাসের সচেতনতায় মাঠে নেমে পড়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান।
গত ২৪ মার্চ কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন তিনি।
উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে করোনা ভাইরাসের সচেতনতায় কাজ করে গেছেন তিনি। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন, বায়েক ইউনিয়ন, নয়নপুর, পানিয়ারুপ, শাহাপুর বাজার ও মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শনে যান হাসিবা খান।
এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনামূলক দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে অসাধু ব্যবসায়ীদের কোন অনৈতিক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। কেউ দ্রব্যমূল্য বেশি রাখলে তাদের বিষয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও তিনি প্রবাসীরা হোম কোয়ারান্টাইন মানছে কিনা তা বাড়ি বাড়ি গিয়ে মনিটরিং করেছেন। এসময় তিনি প্রবীণ ও শিশুদের করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.