কসবায় ৬ জুয়ারী গ্রেফতার

ব্রহ্মণবাড়িয়া প্রতিনিধ: কসবায় ৬ জুয়ারীকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) কুটি-চৌমূহনী এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার কৃতরা হলো,  শাহপুর গ্রামের মো. মানিক মিয়া (৩৫), শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন (২৮), কুটি চৌমূহনীর মহসিন মিয়া (২৮) নাসিরনগর উপজেলার গুজিয়ানাইল গ্রামের আলমগীর হোসেন (২৫), উজ্জ্বল মিয়া (২৮), সরাইল উপজেলার দামডিড়া গ্রামের ছোরাব মিয়া (৩৮)।
কসবা থানা সাব ইন্সপেক্টর আলী আশরাফ বিটিসি নিউজকে জানান, কুটি- চৌমূহনী এলাকায় কুদ্দুছ মিয়ার ভাংগাড়ির দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন এঘটনার সত্যতা বিটিসি নিউজকে স্বীকার করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.