কসবায় ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত 

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় একদিনেই ১৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) দুপুরে আক্রান্তদের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে আসে।
আক্রান্তদের মধ্যে জেলার নবীনগর উপজেলায় সাতজন, কসবায় পঁাচজন, আশুগঞ্জে একজন, আখাউড়ায় দুইজন ও সরাইলে দুইজন এবং সদর উপজেলায় একজন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৮ জনে দঁাড়িয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জানান, আজকে ১৮ জনের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাদেরকে সঙ্গে যোগাযোগ করে আইসোলেশনে রাখার ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭০ জন। এর মধ্যে মারা গেছেন দুইজন। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.