কসবায় লক-ডাউন বিধি-নিষেধ অমান্য করায় ৭ জনকে জরিমানা

বিশেষ প্রতিনিধি: আজ রবিবার (১২ এপ্রিল) সকালে করোনা ভাইরাসের সরকারের লক-ডউন বিধি নিষেধ অমান্য করায়  ৫ ব্যবসায়ীকে ৭ হাজার  টাকা এবং অপ্রয়োজনে দুইজন করে মোটরসাইকেলে ঘোরাফেরা করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কসবা পুরাতন বাজারের মাস্টার লাইব্রেরী কে ১ হাজার টাকা এবং শাওন ভ্যারাইটি স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেছেন।
অপরদিকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপ্রয়োজনে দুইজন করে মোটরসাইকেলে ঘোরাফেরা করার দায়ে শামীম, নেমতাবাদ  ১ হাজার টাকা এবং লোকমান, আড়াইবাড়ী ১ হাজার টাকা করে জরিমানা করেছেন।
তাছাড়া আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে কুটি বাজারের ব্যবসায়ী দুলাল মিয়াকে ১ হাজার টাকা, সালে মুসাকে ২ হাজার টাকা এবং রুহুল আমিনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.