কসবায় যৌথ অভিযানে গ্রেফতার-৯, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে কসবা থানা পুলিশ ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে উপজেলার কুটি কুটি চৌমুহনীতে হোটেল শ্রমিক ভাই ভাই হইতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৬ নারীসহ ৯জনকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিব সরকার। অপরদিকে কুটিবাজারে অভিযান চালিয়ে মোঃ হানিফ মিয়া (৪৫) কে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম বিটিসি নিউজকে জানান, সাজাপ্রাপ্ত সকল আসামি ওই হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে। সকল আসামীকে জেলা কারাগার ব্রাহ্মণবাড়িয়াতে পাঠানো করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.