কসবায় মাইক্রোবাস চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবার মাইক্রোবাস চাপায় জহিরুল হক ভূঁইয়া (৭০) নামের এক অবসর প্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দাবাদে এই দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সৈয়দাবাদ এলাকার আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে ও স্থানীয় বাদৈর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন গত এক বছর আগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জহিরুল হক স্থানীয় তিনলাখ পীর বাসস্টপে মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস পেছন থেকে জহিরুল হক কে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিটিসি নিউজকে জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.