কসবায় ভোট গ্রহন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি: বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোট গ্রহন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন কসবা মহিলা ডিগ্রী কলেজে এ প্রশিক্ষনের আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস। প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হায়াত-উদ-দৌলা খাঁন।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো.ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান, জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা-আখাউড়া সার্কেল) আবদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার মো.জিল্লুর রহমান ও কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আসাদুল ইসলাম।
প্রশিক্ষণে ৭৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৪৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৮৯২ জন পোলিং এজেন্ট অংশগ্রহন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি মোঃলোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.