কসবায় ভোট কেন্দ্রে গিয়ে সকলকে ভোট প্রদানের আহ্বান আইনমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিনখার গ্রামে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন উপলক্ষ্যে সকলের কাছে দোয়া চাইলেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সেবক হিসেবে ছিলাম এবং সেবক হিসেবে সব সময় আপনাদের পাশে থাকব। আমি আপনাদের ভালবাসা নিয়ে বাকি পথ চলতে চাই। তিনি নির্বাচনের দিন সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুটি ইউপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অংগসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

কুটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে দোয়া মাহফিলে  বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কায়সার জীবন, যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আইয়ুব আলী প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া(কসবা) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.