কসবায় বিজিবি-পুলিশের সমন্বিত অভিযানে গাঁজাসহ ২ নারী পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার পৌর শহরের গুরুহিত নামক এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলমের নেতৃত্বে বিজিবি-পুলিশের সমন্বিত অভিযানে সাড়ে ৯ কেজি ভারতীয় গাজা সহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি- পুলিশের সমন্বিত টাস্কফোর্স দল।

আটককৃতরা হলো, উপজেলার কুইয়াপানিয়া গ্রামের ফজলু মিয়ার স্ত্রী নয়ন তারা (৪০) ও একই গ্রামের মো.রুহুল আমিনের স্ত্রী নিপা আক্তার (২২)। আটকৃতদের উদ্ধারকৃত মাদক সহ কসবা থানা সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করেছে বিজিবি।
বিজিবি’র তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ৬০ বিজিবি’র অধিনস্ত কসবা বিওপি’র তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলমের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি টাস্কফোর্স গুরুহিত নামক এলাকায় এ অভিযান চালায়।
এ সময় সাড়ে ৯ কেজি ভারতীয় গাজা উদ্ধার সহ ২ নারী মাদক পাচারকারীকে আটক করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.