কসবায় বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত-১২, আটক-৩

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ রোববার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের সাথে বিএনপির নেতা- কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে।
এতে তিন পুলিশসহ ১২জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৩ রাউন্ড গুলি নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছেন।
আহত পুলিশ সদস্য হলেন: কসবা থানার উপ পদির্শক (এস.আই) আতিকুজ্জামান, পুলিশ কনস্টেবল মো. খোকন ও মোজাম্মেল হোসেন।
আহত অন্যরা হলেন: উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকলিল আজম, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম (২৮), তারেক (২২), কামরুল (২০), ইমু (২৪), সাহিদুল (৩৩), মোস্তফা (৩৮), শাহিনু ইসলাম (২৪)। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন: উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, কসবা পৌর যুবদলের আহবায়ক মো. মোরশেদ এবং ছাত্রদল নেতা অলি হোসেন। আটককৃতরা থানা হাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, আজ রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। এ উপলক্ষে কসবা নতুন বাজার এলাকায় বিকালে একটি কমিউনিটি সেন্টারে কেক কাটার আয়োজন করেন। পরে একটি শোভাযাত্রা বের করেন। অনুমতি ছাড়া শোভাযাত্রা বের করায় পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ হয়। এতে দুই পুলিশ তিনসহ ১২জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৩ রাউন্ড গুলি নিক্ষেপ করেছে। রাবার বুলেটে শাহিনুর ইসলাম (২৪) নামের এক ছাত্রদল নেতা আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছেন।
কসবা উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা বের করা হলে
পুলিশ পিছন থেকে আক্রমণ করেছে। এতে তাদের কমপক্ষে ১০জন নেতা-কর্মী আহত হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পূর্বের অনুমতি ছাড়া বিএনপির লোকজন মিছিল বের করলে পুলিশ বাধাঁ দেয়। বিএনপির লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। এতে তিনজন পুলিশ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.