কসবায় প্রবাসি কল্যাণ সমিতির ৪০০ হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

বিশেষ প্রতিনিধি: করোনায় সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ”মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার ১৮গ্রামের হতদরিদ্রের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার (১৬ মে) দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুহনি সেন্ট্রাল হাসপাতালের চত্বরে কসবা কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার ১৮টি গ্রামের ৪শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
কসবা উপজেলা  পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকলিল আজম, গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রী প্রদানকালে কসবা প্রবাসি কল্যাণ সমিতির সভাপতি শামীম ভুইয়া রিংকু, সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, মনির হোসেন বাক্কু, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা মহামারিতে কসবা উপজেলায় ২য় বারের মতো এই কার্যক্রম করা হয়। ১৮টি গ্রামে ৪০০ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.