কসবায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার (০১ আগস্ট) সকাল ১১টায় কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষে কসবা উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুৃল কাওসার ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানী, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি সনজীব সরকার, কসবা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধিজন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় শোক দিবসের বিস্তারিত কর্মসূচী প্রকাশ করা হয়। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র পিতা, জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক প্রেসিডিয়াম সদস্য, দুই বারের স্থানীয় সংসদ সদস্য, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা হত্যা মামলার সাবেক প্রধান কৌশলী প্রয়াত এড. সিরাজুল হক এর ৯৭তম জন্ম দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.