কসবায় ছাত্রদলের খাদ্যসমাগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি: কসবা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নিজ উদ্যোগে ১২০ পরিবারের মাঝে আজ সোমবার বিকালে খাদ্যসমাগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ভুইয়া, কসবা পৌর বিএনপির সভাপতি আশরাফ আলী, কসবা পৌরছাত্রদলের সভাপতি প্রার্থী এনামুল হক আপেল, উপজেলা ছাত্রদল সভাপতি প্রার্থী অপু, শিমুল ও সাদ্দাম প্রমুখ।
উপস্থিত বিএনপি নেতারা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং কসবা আখাউড়ার সাবেক সংসদ সদস্য বিশ্ব ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান ও জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারীর নির্দেশে ও জেলা ছাত্রদলের পরামর্শে তারা এই র্কাক্রম পালন করেন এবং যার যার অবস্থান থেকে দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.