কসবায় কালবৈশাখীর তাণ্ডব, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাইমপুর ইউপির তিন গ্রামে আজ শনিবার সকালে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ও ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ জন আহত হয়েছেন।
 
কাইমপুর ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুল আলী ভূঁইয়া বলেন, হঠাৎ কামালপুর, কালতা, গোবিন্দপুর গ্রামের উপর দিয়ে দমকা হাওয়াসহ তীব্র গতিতে বৃষ্টিসহ ঝড় বয়ে যায়। ক্ষণস্থায়ী এই ঝড়ে কামালপুর, কালতা, গোবিন্দপুর গ্রামের অন্তত ৪০টি আধাকাঁচা টিনের বাড়িঘর বিধস্ত হয়।
গাছপালাসহ উঠতি শাক সবজির ও ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পরে পাঁচ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ঝড়ের কারণে কসবা-কোল্লা পাথর সড়কের কামালপুরে গাছ পড়ায় সড়কটি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কসবা ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী বিটিসি নিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত গ্রামগুলো ঘুরে প্রাথমিকভাবে ৪০ টি ঘর ক্ষতিগ্রস্তের তালিকা প্রণয়ন করেছি। এর বাইরে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা খোঁজ নিচ্ছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.