কসবায় করোনা পরীক্ষার টিকিট সংগ্রহ ‘ফি’ করে দিলেন উপজেলা চেয়ারম্যান জীবন

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বায়েক ইউনিয়নের নয়নরপুর কোনাঘাটান মা ও শিশু কেন্দ্র ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
এ সময় উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন করোনা পরীক্ষার টিকিট সংগ্রহ ‘ফি’ নিজের পকেট থেকে দিয়ে দেন। নারী ও পুরুষ মিলে একশ’জনের বেশি লোকের করোনার নমুনা নেয়া হয়।
নমুনা সংগ্রহ কার্যক্রমের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-মামুন ভুইয়া, আওয়ামী লীগের সভাপতি মো. শাহরিয়া ভূইয়া ,সাধারণ সম্পাদক প্রভাষক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী আজমল প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত কসবা উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৯২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৪২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫২০ জনের। তবে ১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত নমুনা সংগ্রহ করা ৫২ জনের মধ্যে পজিটিভ হয় ৩৯ জনের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.