কসবায় আইন মন্ত্রী আনিসুল হক – জনগন যাকে চাইবে তাকেই নেতা বানানো হবে

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি কাউকে ঘর থেকে টেনে এনে নেতা বানাব না, জনগন যাকে চাইবে তাকেই নেতা বানানো হবে।
আওয়ামীলীগ গণতন্ত্র বিশ্বাস করে। গণতান্ত্রিক পদ্ধতিতেই নেতা নির্বাচন করা হবে। জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,সুষ্ঠ নির্বাচন হবে। আপনারা ভোট দিবেন। আপনাদের ইচ্ছাই আমার ইচ্ছ।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়র কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে প্রধান অতিথি হিসাবে এক জনসভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ কথাগুলি বলেন। এ সময় ওই এলাকায় তিনি গাছের চারা রোপন করেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, বাংলার মানুষ দু’বেলা খেতে পারবে, মাথার উপর একটি ছাদ থাকবে সেই স্বপ্ন থেকেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও আশ্রয়হীনদের মাথা গোজার ঠাই করার জন্য আশ্রয়ণ প্রকল্প নামে গৃহনির্মাণ করছেন। সে প্রকল্প কোন ধরনের দূণীতি প্রশয় দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার মধ্যে ৪ হাজার গৃহ নির্মাণ কাজ হচ্ছে। তন্মধ্যে কসবা উপজেলায় প্রায় অর্ধেক গৃহ নির্মাণ করা হবে। আশ্রয় প্রকল্পের মাটি পরীক্ষা করে উপযুক্ত না হওয়া পর্যন্ত গৃহ নির্মাণ না করতে সংশিষ্টদের নির্দেশ দিয়েছেন।
মাটি শক্ত হলে গৃহ নির্মাণ করতে হবে।  মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পর সরকারগুলো প্যারিসে যেত ভিক্ষার ঝুলি নিয়ে। তখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল দেশ। বর্তমানে শেখ হাসিনার সরকার বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করেছেন।
খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.