কসবায় অসামাজিক কাজের দায়ে ৪ জনের জেল

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: গতকাল শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পৌর সদরের শান্তিপাড়ার একটি বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে ২৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তিপাড়ার বেগমের বাড়িতে অসামাজিক কাজ হচ্ছে এমন সংবাদ পেয়ে কসবা থানা পুলিশ শনিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করে।
আটককৃতরা হলো: সরাইল উপজেলার লালপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে নাছিমা আক্তার জুই (৩০), কুইয়াপানিয়া গ্রামের আবু তাহেরের মেয়ে নিলুফা আক্তার (৩৮), শান্তিপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী বিবি বেগম (৪০) ও একই গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে আবুল ইসলাম (৩৫)।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম বিটিসি নিউজকে জানান, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কসবা থানা পুলিশের মাদক ও অসামাজিক কাজের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.