কসবার কুটিতে বন্ধ হচ্ছেনা মাদক ব্যবসা : অভিভাবকরা হতাশ

 

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি: কসবার কুটিতে আবারো রমরমা মাদক ব্যবসা শুরু হয়েছে। পাড়ায় পাড়ায় ইয়াবা, গাজা, ফেন্সিডিল স্পট। ইয়াবা আসক্তরা দখল করে নিচ্ছে ফেসবুক ম্যাসেনজার  নামক যোগাযোগ মাধ্যমগুলো। এ সকল ইয়াবা সেবকদের কেউ কেউ রাতভর ফেসবুকে নেতা কর্মীদের কারো পক্ষে কারো বিপক্ষে স্ট্যাটাস, কমেন্টসে মগ্ন থাকে । কেউবা নানা ধরনের অসামাজিক কাজে যথা চুরি, ডাকাতি, ধর্ষণের মতো গর্হিত কাজে জড়িয়ে পড়ছে।  ফলে সমস্ত কুটি ইউনিয়নে এখন আতংকিত।  মাদক ব্যবসায়ীদের কাছে কুটিবাসী এখন অসহায়।

কুখ্যাত মাদক ডিলার ওবায়দুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে বেশ কিছু মাদক ব্যবসায়ী। জাজিয়ারা গ্রামের কামাল (৪০), লুংগী বাবু, মাহবুব আলম বাবু (২৫), আবদুল্লাহ ( ৩০), অর্জুন দেবনাথ (৩০) নামক মাদক ব্যবসায়ীদের মূল হোতা বলে জানালেন কুটি ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি।

সম্প্রতি পুলিশ ওবায়দুল্লাহকে গ্রেফতার করার জন্য হানা দিলে ওবায়দুল্লাহ তার মোটরসাইকেল ফেলে দৌড়ে পালায়। কসবা থানা পুলিশ তার সাইকেল জব্দ করলেও কুটির এক হিন্দু নেতার তদবীরের কারণে সাইকেলটি ছেড়ে দিতে হয়।

জানা যায়, হাজার হাজার মানুষের সামনে পুলিশ সুপারের উপস্থিতিতে ওবায়দুল্লাহ মাদক ব্যবসা, ডাকাতি ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও বর্তমানে সে এমন কোনো অপরাধ নেই যা সে করেনা।  এ বিষয়ে কিছুদিন পূর্বে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে পুলিশ তল্লাশী অভিযান চালালে কিছুদিন মাদক ব্যবসার বিরতী ছিলো। বর্তমানে আগের চেয়েও বৃদ্ধি পেয়েছে মাদক ব্যবসা।  খুচরা বিক্রির ফলে কুটির অধিকাংশ যুবক ইয়াবা নেশায় জড়িত হয়েছে। ইয়াবার মরণ ছোবলে তরুণদের গ্রাস করেছে। ফলে কুটির প্রায় ৯০% ভাগ মানুষ হতাশ হয়ে পড়েছেন । পুলিশের লোক দেখানো অভিযানে সাধারণ মানুষ সন্তুুষ্ট হতে পারছেনা।

এ বিষয়ে কুটির সাধারণ মানুষ আইনমন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া(কসবা) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.