কসবায় যৌথ অভিযানে ৪২০০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কসবা থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে চার হাজার দু’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে দুই মাদক কারবারি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা পৌরসভা কাঞ্চনমুড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে রবিবার (৫ ফ্রেরুয়ারি) রাতে কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জীব সরকার (চলতি দায়িত্বে) ও অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে যৌথ অভিযানে কসবা পৌরসভার কাঞ্চনমুড়ি গ্রামের মিজানুর রহমানের বসত ঘরে তল্লাশি করে ৪,২০০ পিস ইয়াবা ট‍্যাবলেট সহ নগদ ষোলো হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করে।
আটককৃতরা হলো: কাঞ্চনমুড়ি গ্রামের মৃত রইছ মিয়ার ছেলে মো: আমির মিয়া (৩৮) এবং একই গ্রামের মৃত আবদুল হাকিম মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৭)
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম বিটিসি নিউজকে জানান, তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.