কসবায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২০২২ ও ২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারের মধ্যে রয়েছে সার্টিফিকেট, ক্রেস্ট ও ব্যাংকের মাধ্যমে বৃত্তি প্রদান।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব তানজিলা খানম।
হাজীপুর শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. সেলিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ।
বক্তব্য রাখেন, আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজোলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, সিরাজুল হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম ভূইয়া, কসবা মহিলা মাদ্রাসার সুপার মো. আব্দুল করিম, চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুল হক দিপু, হাজীপুর শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম অপু, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক রুপালী রাণী ঘোষ, কসবা মহিলা মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ইশরাত জাহান মারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব তানজিলা খান বলেন, কেবলমাত্র শিক্ষার্থীদের পরিশ্রমেই সফলতা অর্জন করা সম্ভব নয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটি সকলের প্রচেষ্টায় সফলতা অর্জন করা সম্ভব।
তিনি বলেন শিক্ষা ক্ষেত্রে সরকারের তিনটা মেইন উদ্দেশ্য রয়েছে।
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা।
২) শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ ও তাদের প্রতিষ্ঠানে ধরে রাখা।
৩) পরিচালনা ব্যবস্থা, পরিচালনা পদ্ধতি শক্তিশালী করা।
তিনি বলেন পরিশ্রমের মাধ্যমে তোমাদের এগিয়ে যেতে হবে এবং নিজের এলাকা ও দেশকেও এগিয়ে নিয়ে যেতে হবে।
অনষ্ঠানে বক্তরা শিক্ষার মানউন্নয়ন, নকল দুরীকরণ ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে জোর দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.