বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ছাত্র-জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা ১১টার দিকে কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় কসবা উপজেলা বিএনপি’র স্থানীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে একটি সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি, কসবা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হুদা, জেলা বিএনপি’র সদস্য আবু হানিফ, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল, বেনজির আহমেদ রাসু, মো. আনোয়ার হোসেন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ ও ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাবেক ছাত্রনেতা ইজাজ আহমেদ ইকবাল প্রমুখ।
এছাড়াও বিজয় মিছিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.