বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিডেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক মাহমুদ, কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী ও পৌর বিএনপির সহসভাপতি বশির চৌধুরী, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা প্রমুখ।
পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে উপজেলার পাঁচজন সফল নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, বগাবাড়ি গ্রামের অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ফারজানা ভূঁইয়া, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদানে মইনপুরের শারমিন আক্তার, সফল জননী শাহপুরের শাহীন আক্তার, জীবনসংগ্রামে জয়ী নারী মইনপুরের তাছলিমা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে সৈয়দাবাদের তাহমিনা উদ্দীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #















