BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের উপর মাদক ব্যবসায়ীদের হামলা: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কসবায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের উপর মাদক ব্যবসায়ীদের হামলা: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় শামিম আহমেদ (৫৩) নামে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার অবসরপ্রাপ্ত সেনা কল্যান সংস্থা।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কসবা পৌর শহরের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন অবসরপ্রাপ্ত সেনা কল্যান সংস্থা। এসময় ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আহত সার্জেন্ট শামীম আহমেদের পিতা লিয়াকত আলী, স্ত্রী লিওজা জেসমিন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আবদুল আলীম, দেলোয়ার হোসেন, এনসিপি নেতা তানভীর আহমেদ শাহীন, মোঃ লোকমান হোসেন ও মোঃ দুলাল আহমেদ প্রমুখ।

ভুক্তভোগী পরিবারের করা অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের মৃত আবুল বাশার মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া ওরফে বাদশা জুয়েল নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। একই ইউনিয়নের পাশ্ববর্তী কালতা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য (সার্জেন্ট) এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয় বাদশা জুয়েলের লোকজন। সেনাসদস্য শামিম আহমেদকে দেখলে বাদশা জুয়েলের লোকজন অশ্লীল গালাগাল দিতো।

পরে মাদক ব্যবসার প্রতিবাদের জের ধরে বুধবার (২১ জানুয়ারি) শামিম আহমেদের বাড়িতে গিয়ে হামলা করে। হামলায় রক্তাক্ত জখমপ্রাপ্ত হন শামিম। এসময় বাড়ি-ঘরেও ভাংচুর সহ নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে মারার হুমকি দেয় হামলাকারীরা এমনটাই অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারের মাঝে আতংক বিরাজ করছে।

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য (সার্জেন্ট) শামিম আহমেদ বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত শামিম আহমেদের পিতা লিয়াকত আলী বাদশা জুয়েল সহ ৫ জনকে আসামী করে কসবা থানায় মামলা দায়ের করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর সন্ত্রাসী হামলা দেশ ও জাতির জন্য লজ্জা জনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পুরাতন বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ