কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর সাথে সংঘর্ষে ১০ ফার্ক বিদ্রোহী নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:   গতকাল  শনিবার কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর সাথে বিদ্রোহী ফার্ক এর ভিন্নমতাবলম্বী গ্রুপের সংঘর্ষে  ১০ বিদ্রোহী নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিদ্রোহীদের সংস্থাটি ২০১৬ সালে শান্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছে। কাকুয়েটা এলাকায় সেনাবাহিনীর বিশেষ বাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এই অভিযানে সংস্থাটি দীর্ঘদিনের নেতা রডরিগো কাডেটে (৫২) নিহত হয়েছে।

সেনা গোয়েন্দারা জানিয়েছে, যদিও রেভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) ৭ হাজার সদস্য অস্ত্র সমর্পণ করেছে। তার পরেও এখনো প্রায় ১ হাজার ৭শ’ বিদ্রোহী মাদক পাচারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তাদের তৎপরতা চালানো চেষ্টা করছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.