কলমাকান্দায় লেংগুড়া বাজারে আগুনে পুড়ল ২১টি দোকান

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় লেংগুড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের প্রায় ২১ টি দোকান পুড়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার ( ১৮ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, এনামুল হকের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে কলমাকান্দা ইউনিটের সঙ্গে দুর্গাপুর ইউনিট এসেও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীদের দাবি, প্রায় দেড় থেকে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়।
লেংগুড়া বাজার ব্যবসায়ী মো. মনোয়ার হোসেন মনু বিটিসি নিউজকে বলেন, আমার পাইকারি দোকানের প্রায় সব পুড়ে গেছে। এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো? অগ্নিকাণ্ডে কাপড়, প্রসাধনী, মুদি দোকানসহ বাজারের ২১ টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।
লেংগুড়া বাজার বণিক সমিতির সভাপতি মো. মিলন মিয়া বিটিসি নিউজকে বলেন, ‘আমাদের লেংগুড়া বাজারে হঠাৎ আগুন লেগে ২১ টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।’
কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাজাহান বিটিসি নিউজকে জানান, লেংগুড়া বাজারে আগুন লাগার খবর পেয়ে টিম দ্রুত ঘটনাস্থলে যায়। সেইসঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কলমাকান্দা ফায়ার সার্ভিস ইউনিট ও দুর্গাপুর ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.