কলকাতায় পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হল SUMMER FILM FEASTA (ভিডিও)

কলকাতা প্রতিনিধি: SUMMER FILM FEASTA কলকাতার বুকে সাড়া জাগানো একটি চলচ্চিত্র উৎসব ৷ অণু চলচ্চিত্র উৎসব আয়োজিত SUMMER FILM FEASTA যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল SUMMER অর্থাৎ গ্রীষ্মকালে, কিন্তু করোনা কালীন পরিস্থিতিতে যা পেছতে পেছতে অবশেষে শীতকালে এসে গত রবিবার (২০ ডিসেম্বর) কলকাতা ভবানীপুরের যোগেশ মাইম অ্যাকাডেমিতে সাড়ম্বরে পুরস্কার বিতরণি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল ৷
মার্চ মাসে হঠাৎ লক ডাউন ঘোষণাই এই বিলম্বের কারণ ৷ তবে এদিন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রেক্ষাগৃহে যে উৎসবের বাতাবরণ তৈরি হয়েছিল তা এতদিনের সমস্ত আক্ষেপকে দূরে সরিয়ে দিয়ে নির্মল আনন্দে ভাসিয়ে নিয়ে গিয়েছিল সবাইকে৷ বহু বিভাগে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছে বহু সফল গুণী কৃতি শিল্পী পরিচালক এবং লেখকেরা ৷
অনুষ্ঠান কমিটির চেয়ারপারসেন এবং ডিরেক্টর যথাক্রমে শ্রী নীলাঞ্জন ভৌমিক এবং শ্রী বিভাস গুহ মহাশয় দুজনেই বিটিসি নিউজকে (বাংলাদেশ) জানালেন প্রথমে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে ৬৯ সিনেমা সফল ভাবে প্রদর্শন করা ও পরে রবিবার সফল ভাবে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তাঁদের এতদিনের দীর্ঘ যাত্রা পথের এই বছরের মত এত সুন্দর সুষ্ঠু ভাবে সমাপন হবার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত ৷
আগামী ফেব্রুয়ারীতে শুরু হচ্ছে তাঁদের ইন্টােন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল ৷
মিডিয়া পার্টনার বিটিসি নিউজের (বাংলাদেশ) এর পক্ষ থেকে রইল হার্দিক অভিনন্দন অণু চলচ্চিত্র উৎসব কমিটির সকলকে ৷
https://drive.google.com/file/d/18XzkJO1J0HQVY-P9VYbMF_iw2B18zTLR/view?usp=drivesdk
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.