কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক জি-২০ সম্মেলন

 

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল সোমবার থেকে জি-গোস্ঠিভুক্ত দেশ গুলোকে আন্তর্জাতিক সম্মেলন কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে। তিন দিনের এই সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে সদস্য দেশভুক্ত দেশ গুলোকে অবহিত করেন।
দিল্লিতে মূল বৈঠকের আগে দেশের নানা শহরে এই অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলবে।
প্রসঙ্গত ভারত জি-২০ অধিবেশনের সভাপতিত্ব করছে।
বিশ্বের ক্ষমতাধর রাস্ট্র গুলোর এখন নজর এই সম্মেলনের দিকে।
গতকালের অধিবেশনে বাংলার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।তিনি সদস্যদের কাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন দ্রষ্টব্য ও হেরিটেজ স্থানগুলো পরিদর্শন করতে বলেন।
এছাড়াও সরকারের বিভিন্ন স্টল ও বিপণন দফতরের কাজকর্ম পরিদর্শন করতে অনুরোধ করেন। বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি ও ব্যয়বরাদ্ধ নিয়েও তথ্য পরিবেশন করেন। আগামী দিনের সরকারের আরও কি উন্নয়নমূলক পরিকল্পনা আছে তার একটা আভাস দেন।পশ্চিমবঙ্গকে বিশ্বের দরবারে তুলে ধরাই মূল উদ্দেশ্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.