কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট।

দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে করা মামলার শুনানিতে আজ মঙ্গলবার ওই নির্দেশ দেন সুপ্রিমকোর্ট।

একই সঙ্গে রাজীব কুমারকে সিবিআই জিজ্ঞাসাবাদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত।

অন্যদিকে সিবিআইয়ের করা আদালত অবমাননার মামলায় আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে হবে বলে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্যের মুখ্য সচিব মলয় দে এবং রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে নোটিশ পাঠিয়েছেন শীর্ষ আদালত।

জবাব পাওয়ার পরই শীর্ষ আদালত ঠিক করবে তাদের আদালতে হাজিরা দিতে বলা হবে কিনা। আগামী ২০ ফেব্রুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি।

অন্যদিকে সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করা কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, এটি আমাদের নৈতিক জয়। শুধু রাজীব নয়, আমি যে কোনো মানুষের পাশে আছি।

সুপ্রিমকোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী জানান, রাজীব কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিল সিবিআই। তাও খারিজ করেছেন শীর্ষ আদালত।

মমতা আরও বলেন, আমার লড়াই কেন্দ্রের বিরুদ্ধে নয়। মোদি যেভাবে সরকার চালাচ্ছেন, সেই নীতির বিরুদ্ধে। সুপ্রিমকোর্টের রায় দেশের জনতার রায়। জনতার জয়। সংবিধানের জয়।

কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তল্লাশি চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ভারতে মমতা বনাম কেন্দ্রীয় সরকার বিরোধ চরম আকার ধারণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় সরকারের মধ্যকার এ বিরোধ দেশজুড়ে টালটামাল অবস্থা সৃষ্টি করেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.