কলকাতার পার্ক সার্কাসে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক অণু চলচ্চিত্র উৎসব (ভিডিও)

বিশেষ (কলকাতা) প্রতিনিধি: গত শনিবার (০৬ ফেব্রুয়ারী) এবং রবিবার (০৭ ফেব্রুয়ারী) কলকাতার পার্ক সার্কাসের “জাুনুস” প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক অণু চলচ্চিত্র উৎসব ৷
ভারতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ১০৪টি সিনেমা প্রদর্শিত হয়েছে এই দুই দিনে ৷
সমগ্র ভারতবর্ষ এবং প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে যেমন চলচ্চিত্র, প্রতিযোগিতার জন্য এসছে তেমনি ইউরোপ, আমেরিকা, গ্রেট ব্রিটেন,  ফ্রান্স, অষ্ট্রেলিয়া, কানাডা, হংকং, ন্যাদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, সুইটিজারল্যান্ড, গ্রীস, ইতালির মত বড় বড় প্রতিবেশী দেশগুলোও থেকেও এসেছে বহু সিনেমা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৷
শুধু তাই নয় ইরান, কাজাকিস্তান, লিথুয়ানিয়ার মত দেশগুলো থেকেও চলচ্চিত্র নির্মাতারা তাঁদের ছবি পাঠিয়েছেন এই চলচ্চিত্র উৎসবে ৷ এক কথায় সারা পৃথিবী জুড়ে এই চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র প্রেমী মনুষদের মধ্যে সাংঘাতিক আলোড়ন সৃষ্টি করছে ৷ অত্যন্ত সার্থকতার সঙ্গে এই উৎসবের প্রথম পর্যায়ের অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে গত ৭ই ফেব্রুয়ারী পার্ক সার্কাসের জানুসে ৷
এরপর ২১শে ফেব্রুয়ারী যোগেশ মাইম অ্যাকাডেমিতে রয়েছে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ কৃতীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠান ৷ অনুষ্ঠানে উপস্থিত উৎসব কমিটির চেয়ারপার্সন শ্রী নীলাঞ্জন ভৌমিক মহাশয়, ডিরেক্টর শ্রী বিভাস গুহ মহাশয় ছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিটিসি নিউজের কাছে তুলে ধরলেন এদিন তাঁদের মূল্যবান বক্তব্য ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 
ভিডিও//ছবি সট:–বিটিসি নিউজ (বাংলাদেশ) এর (কলকাতা) ক্যামেরা পারসনসুবীর মন্ডল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.