কলকাতার পর এবার করোনার হানা চেন্নাই শিবিরে

বিটিসি স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের পর দুঃসংবাদ এলো চেন্নাই সুপার কিংসে। করোনা এবার হানা দিয়েছে চেন্নাই শিবিরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং একজন বাস পরিচ্ছনতাকর্মী।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, দলের অন্যসব ক্রিকেটার নেগেটিভ হয়েছেন। চেন্নাই দল এখন অবস্থান করছে দিল্লিতে। সেখানেই তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।

বিশ্বনাথ ও বালাজি প্রথম রিপোর্ট পজিটিভ প্রমাণিত হওয়ার পর দ্বিতীয় দফা আবারও পরীক্ষা করা হয়। তবে এই পরীক্ষার ফলাফল এখনও হাতে আসেনি। এতে পুনরায় পজিটিভ হলে তাদের ১০ দিনের আইসোলেশনে পাঠানো হবে এবং দলের বায়োবাবল থেকে দূরে রাখা হবে।

এর আগে আজ সোমবার (০৩ মে) কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হন।

এর ফলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচটি স্থগিত করেছে বিসিসিআই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.