কলকাতার উপকন্ঠে গড়চুমুক পর্যটন কেন্দ্রে বিদেশী জাহাজ দুর্ঘটনার কবলে পরে

কলকাতা (ভারত) প্রতিনিধি: বুধবার মালয়েশিয়া থেকে কলকাতা বন্দরগামী একটি পণ্যবাহী জাহাজ গড়চুমুক পর্যটন কেন্দ্রের ৫৮গেট সংলগ্ন নদীবাঁধে দুর্ঘটনার কবলে পরে যায়।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী মালয়েশীয়ার একটি পণ্যবাহী জাহাজ কলকাতার বন্দরে নোঙর করতে যাওয়ার আগেই গড়চুমুকের নদীপাড়ে চরে ধাক্কা মেরে ডাঙায় উঠে যায়।
জাহাজটিতে পাইলট  ও ক্রু সমেত কুড়ি জন ছিলেন। সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরকম ধরনের ঘটনা এর আগে ঘটেছে বলে কেউ মনে করতে পারছে না।
জাহাজটি আসার সময় পাশের একটি জাহাজ বিপরীতে যাওয়ার সময় আচমকাই বিদেশী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর চরের ডাঙায় উঠে যায়। সম্ভবত যান্ত্রিক ক্রটির জন্যই জাহাজের স্টিয়ারিং আটকেই এই দুর্ঘটনা বলে অনুমান।
স্থানীয় মানুষজন ভীত হয়ে তীব্র আর্তনাদ করতে থাকায় স্থানীয় থানা ও সেচ বিভাগে খবর দেওয়া হয়। তাঁরা এসে পরিস্থিতির স্বাভাবিক করার চেষ্টা করলেও জাহাজটিকে নিয়ন্ত্রণে আনতে সেচ ও জাহাজ পরিবহণ আধিকারিকের বেগ পেতে হয়। বর্তমানে জাহাজটিকে উদ্ধার করে কলকাতা বন্দরের দিকে রওনা করান হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.