কলকাতায় বাংলাদেশ বইমেলার সমাপ্তি

বিশেষ (ভারত) প্রতিনিধি: এক আবেগঘন পরিবেশের মধ্যে সমাপ্তি হল কলকাতায় দশম বাংলাদেশ বইমেলার। ঘোষিত হল, আগামী বছর থেকে এই মেলা শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। বই হচ্ছে মনের হাসপাতাল। মন ভালো রাখতে বইয়ের কাছে যেতেই হবে। এই উপলব্ধি কবি কামাল চৌধুরীর। তাঁর কথায় স্বপ্নকে স্পর্শ করতে হলে বইমেলায় যেতেই হবে।
সাংসদ আসাদুজ্জামান নূর প্রধান অতিথির ভাষণে বললেন, বাংলাদেশের বইয়ের প্রতি এপারের মানুষের আগ্রহ বেড়েই চলেছে। এপারের প্রকাশকরা বাংলাদেশে বইমেলা করতে চাইলে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। তাঁর কথায়, মানবিকতার সঙ্কট কাটিয়ে উঠতে বইয়ের কোনও বিকল্প নেই।
তরুণ সমাজের মনে মৌলবাদের অনুপ্রবেশ রুখতে পারে বই। দু’দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনে বইমেলার তাৎপর্য ব্যাখ্যা করলেন কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস। কৃতজ্ঞচিত্তে স্মরণ করলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি সৌম্য সিংহ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.