কলকতা পুরসভার উদ্যোগে চালু হচ্ছে একাধিক স্যাটেলাইট স্বাস্থ্য কেন্দ্র

কলকাতা (ভারত) প্রতিনিধি: এতদিন ৫০হাজার জনসংখ্যা পিছু একটি পুর স্বাস্থ্যকেন্দ্র গড়ার রীতি ছিল। এখন কেন্দ্র রাজ্য যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রতি ১০-১৫ হাজার জনসংখ্যা পিছু একটি করে স্বাস্থ্য কেন্দ্র গড়া হবে।
বর্তমানে কলকাতায় ১৪৪টি ওয়ার্ডের স্থায়ী জনসংখ্যা প্রায় ৪৪লক্ষ। ওয়ার্ড ভেদে জনসংখ্যার প্রচুর ফারাক রয়েছে। তাই সুষ্ঠু পরিষেবা দিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে পুরসভা।
আপাতত ১৭টি স্যাটেলাইট স্বাস্থ্য কেন্দ্র গড়ার টাকা হাতে এসেগেছে। আগামী তিন বছরে আরও ১৫৩টি স্যাটেলাইট স্বাস্থ্য কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি অর্থবর্ষের ৩১শে মার্চের মধ্যে ২১টি নতুন পুর স্বাস্থ্য কেন্দ্র চালু হতে চলেছে শহরে।
খুব শীঘ্রই এই স্যাটেলাইট স্বাস্থ্য কেন্দ্র গুলোর জন্য চিকিৎসক নার্স থেকে শুরু করে বিভিন্ন পদে টেকনিশিয়ান নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে পুরসভার সূত্রে জানান হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.