কর ফাঁকি, শাস্তি পেতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ১৫ বছর কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেতে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক রাজ্যের বিচারক এ সাজা আরোপ করবেন।
রয়টার্স বলছে, ট্রাম্পের কোম্পানি সর্বোচ্চ ১.৬ মিলিয়ন ডলার জরিমানার সম্মুখীন হবে। তবে আপিল করার কথা জানিয়েছে ট্রাম্পের কোম্পানি। 
এর আগে কর ফাঁকির অভিযোগে ‘দ্য ট্রাম্প অরগানাইজেশনকে’ দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৫ বছর ধরে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছিল। বিশ্বব্যাপী হোটেল, গলফ কোর্স ও আবাসন খাতের ব্যবসা পরিচালনা করছে সেটি।
জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই একাধিক আইনি সমস্যার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধারের দাবিও করেছে এফবিআই।
‘দ্য ট্রাম্প অরগানাইজেশন’ মূলত রিয়েল এস্টেট ব্যবসা করে। এর মাধ্যমেই ধনকুবের হন ডোনাল্ড ট্রাম্প। একপর্যায়ে টেলিভিশনের রিয়েলিটি শো তারকা বনে যান তিনি। সবশেষ হোয়াইট হাউসেও ওঠেন ৭৬ বছর বয়সী এই ধনকুবের। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.