কর্মবিরতির পর রাজধানীর সড়কে শুরু হয়েছে যানবাহন চলাচল

 

ঢাকা প্রতিনিধিপরিবহন শ্রমিকদের টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির পর রাজধানীর সড়কে শুরু হয়েছে যানবাহন চলাচল। আর দুইদিনের ভোগান্তি শেষে সকালেই পরিবহনগুলোতে যাত্রী ছিলো লক্ষ্যণীয়। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টা নাগাদ মিরপুরের পল্লবী এলাকায় দেখা যায় এ রুট থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যের পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে। আবার বিভিন্ন স্থান থেকে এ রুট ব্যবহার করা পরিবহনগুলোও যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে।

এসব পরিবহনের মধ্যে রয়েছে – হিমাচল, বিহঙ্গ, সেফটি, মিরপুর লিংক, আকিক, অছিম, নূর-এ মক্কা, রাজধানী ইত্যাদি। আর দুইদিনের ভোগান্তি শেষে যানবাহন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.